মাথাভাঙা স্টেশনে ট্রেনের স্টপ নিয়ে চিঠির উত্তর পেলেন এমপি
বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা রেল স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপ সহ লোকাল ট্রেনের দাবি জানিয়ে সম্প্রতি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে চিঠি দিয়েছিলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লিখিতভাবে সাংসদকে জানিয়েছেন, এনিয়ে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে। রেলমন্ত্রকের পাঠানো চিঠি শনিবার
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাংসদ। এমপি’র এমন উদ্যোগে খুশি মাথাভাঙার বাসিন্দারা। মাথাভাঙা রেল উপভোক্তা দাবি আদায় কমিটির তরফেও উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে।
সাংসদ বলেন, আমি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলেছি। মাথাভাঙা রেল স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপ ছাড়াও লোকাল ট্রেন চালুর দাবি জানিয়েছি। রেলমন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস জানিয়ে আমাকে চিঠি পাঠিয়েছেন।