• সিভিক ভলান্টিয়ারের সওয়াল-জবাব অসমাপ্ত অভয়া মামলার পরবর্তী শুনানি ৮ জানুয়ারি
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় শনিবার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবীর সওয়াল-জবাব অসমাপ্ত থাকল। পরবর্তী শুনানির হবে ৮ জানুয়ারি। এদিন শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাসের এজলাসে চলে দীর্ঘ তিন ঘন্টারও বেশি সময়ের শুনানি। সেখানে সিভিক সঞ্জয়ের কৌঁসুলিরা জানান, এই মামলার বিষয়ে তাঁদের আরও কিছু বক্তব্য আছে। তাঁদেরও কিছুটা সময় দেওয়া হোক। এরপরই বিচারক পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সূত্রের খবর, ওইদিন তাঁদের বক্তব্য শেষ হওয়ার পরে প্রয়োজনে সিবিআই এই মামলার বিষয়ে তাঁদেরও কিছু মতামত তুলে ধরতে পারে বলে খবর। এদিকে, রুদ্ধদ্বার  এজলাসে চলা এই মামলার শুনানি চলাকালে এদিন নির্যাতিতা পরিবারের তরফে কৌঁসুলি অর্মত্য দে এই মামলার বিষয়ে ৫৭ পাতার তথ্য সমৃদ্ধ নথিপত্র আদালতে জমা দেন।  সেই নথির প্রতিলিপি দেওয়া হয় সিবিআই ও সঞ্জয়ের আইনজীবীর হাতে। এদিনও নির্যাতিতার বাবা‑মা আদালতে হাজির ছিলেন। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার বিষয়ে বিভিন্ন সাক্ষীরা তাঁদের বক্তব্য কোর্টের কাছে তুলে ধরেছিলেন। গত বৃহস্পতিবার আদালতে তার আইনি ব্যাখ্যা দিয়েছিল সিবিআই। তদন্তকারী সংস্থার সেই বক্তব্যের জোরালো আপত্তি এদিন জানানো হয় সিভিক ভলান্টিয়ারের তরফে।            
  • Link to this news (বর্তমান)