• রাতে অনির্দিষ্টকালের জন্য মা ফ্লাইওভারের একাংশ বন্ধ
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতে আট ঘণ্টার জন্য বন্ধ থাকবে মা ফ্লাইওভারের বাইপাসগামী ফ্ল্যাঙ্ক। লালবাজার জানিয়েছে, রোজ রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই ফ্ল্যাঙ্কটি বন্ধ রাখা হবে। মেরামতির জন্য এই যান নিয়ন্ত্রণ করা হবে। তবে সকাল ছ’টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ফ্ল্যাঙ্কে যান চলাচল করতে পারবে। যদিও বিপরীতমুখী ফ্ল্যাঙ্কটি যানবাহনের জন্য সব সময়েই খোলা থাকবে। রাতে বাইপাসগামী ফ্ল্যাঙ্ক বন্ধ থাকায় বিকল্প রুটের ব্যবস্থা করেছে কলকাতা পুলিস। লালবাজার জানিয়েছে, এজেসি বোস ফ্লাইওভার, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, দরগা রোড, পিসি কানেক্টর হয়ে ইএম বাইপাস যেতে পারবে যানবাহন।  
  • Link to this news (বর্তমান)