সংবাদদাতা, বসিরহাট: ইছামতী নদীর উপর বহু প্রতীক্ষিত সেতুর শিলান্যাস হল। স্বরূপনগর ব্লকের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ইছামতী। এই নদীর কয়েকটি জায়গায় বাঁশের সাঁকো আছে ঠিকই, কিন্তু তার উপর দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার করতে হয় এলাকাবাসীদের। এজন্য মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটত বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের। তাই তাঁরা বহুদিনের ধরেই কংক্রিট সেতুর দাবি জানাচ্ছিলেন। সে কথা মাথায় রেখে শনিবার স্বরূপনগরের ইছামতী নদীর উপর খরদোষী ও বারঘড়িয়া সংযোগকারী সেতুর শিলান্যাস করলেন বনগাঁর সাংসদ, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেতু তৈরিতে বরাদ্দ ১৫.৯৮ কোটি টাকা পাওয়া যাবে শান্তনুবাবুর সাংসদ তহবিল থেকে।