• বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, ধৃত বিজেপি নেতা
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: সন্দেশখালিতে মহিলা নির্যাতনের অভিযোগ তুলে ‘বাজার গরম’ করেছিল পদ্মপার্টি। আর সেই দলের নেতার বিরুদ্ধেই উঠল এক কলেজ পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। তার ভিত্তিতে বারাকপুর মহিলা থানার পুলিস ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম প্রীতম ভট্টাচার্য (২৩)। তাঁর বাড়ি বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিস। এই ঘটনায় ‘জাস্টিস’ চায় নির্যাতিতার পরিবার। ধৃত প্রীতম বিজেপির আইটি সেলের বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর সঙ্গে বারাকপুরের এক যুবতীর পরিচয় হয়। পরে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, তার সুযোগ নিয়ে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই পড়ুয়াকে প্রীতম একাধিকবার ধর্ষণ করেন। কিন্তু পরে বিয়ে করতে অস্বীকার করেন তিনি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বারাকপুর মহিলা থানায় অভিযোগ জানান যুবতী। অবশেষে তাকে গ্রেপ্তার করে বারাকপুর মহিলা থানার পুলিস। এ নিয়ে বিজেপির যুবনেতা পলাশ সরকার বলেন, সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র। যেহেতু প্রীতম আমাদের দলের সক্রিয় কর্মী, তাই পরিকল্পনা করে ওকে ফাঁসানো হয়েছে। এদিকে তৃণমূলের দাবি, আসলে বিজেপি নেতাদের চরিত্রটা এরকমই। নিজেদের দোষ ঢাকতে এখন চক্রান্তের কথা বলছেন।
  • Link to this news (বর্তমান)