• অনুপ্রবেশকারী বাংলাদেশি তরুণী গ্রেপ্তার এন্টালিতে
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুপ্রবেশ। সাম্প্রতিক সময়ে এই একটি ইস্যু নিয়েই তোলপাড় চলছে। তার মধ্যেই শনিবার রাতে এন্টালি থানার পুলিসের হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন বাংলাদেশি যুবতী। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বেবি বিশ্বাস (২০)। 

    সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় পুলিসকে বেবি জানিয়েছেন, তাঁর বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়। দিন পনেরো আগে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত পেরিয়ে এপার বাংলায় চলে আসেন বেবি। তারপর কাজের খোঁজে ট্রেন ধরে সটান চলে যান মুম্বইয়ে। কিন্তু সেখানে নথি যাচাই হলে বিপদে পড়তে পারেন ভেবে ফিরে আসেন কলকাতায়। শনিবার সন্ধ্যায় এসে পৌঁছন কলকাতায়। রাতে শিয়ালদহে এসে এনআরএস হাসপাতালের সামনে একটি দোকানে বসে চা-বিস্কুট খাচ্ছিলেন তিনি। তখনই সেখানে মাঝবয়সি এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় তাঁর। কথায় কথায় বেবি তাঁকে জানান, তিনি বাংলাদেশের বাসিন্দা। মুম্বইয়ে কাজের খোঁজে গিয়েছিলেন। সেখান থেকে সদ্য কলকাতায় এসেছেন। এখানে কোথাও থাকার বন্দোবস্ত করে দেওয়ার জন্য ওই ব্যক্তিকে অনুরোধও করেন তিনি। পাশাপাশি, তার জন্য ‘মোটা টাকা’ দেওয়ার প্রস্তাবও দেন বেবি। কথা শুনে সন্দেহ হয় ওই ব্যক্তির। বিষয়টির গুরুত্ব আঁচ করতে পেরে বুদ্ধি করে এন্টালি থানায় খবর দেন ওই ব্যক্তি। তড়িঘড়ি সেখানে পৌঁছে পুলিস বেবিকে গ্রেপ্তার করে। 

    সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় বেবি পুলিসকে জানান, তাঁর বাবার নাম আলমগীর খান। তা যদি সঠিক হয়, তাহলে আলমগীর খানের মেয়ের নাম কীভাবে নাম বেবি বিশ্বাস হল, তা নিয়ে সন্দিহান পুলিস। তদন্তকারীদের অনুমান, বসিরহাট সীমান্ত দিয়ে আসার সময় কোনও দালালের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিলেন এই তরুণী। ভারতীয় সাজার জন্য নামও ভাঁড়িয়েছিলেন। এই নথি তাঁকে তৈরি করে দিয়েছে, আপাতত সেটাই জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। 

    পুলিস সূত্রে আরও খবর, সীমান্ত পার করে সম্ভবত কোনও এক ধুরের মাধ্যমেই ওই বাংলাদেশি এখানকার নথি জোগাড় করেন। কিন্তু গোপনে সীমান্ত পেরিয়ে তিনি এপার বাংলায় কেন এলেন, তা স্পষ্ট নয়। শুধুই কাজের খোঁজ নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, সেটাই প্রশ্ন। তদন্তকারীদের সন্দেহ, অন্য কোনও উদ্দেশ্য নিয়ে বাংলায় ঢুকতে পারেন বেবি। 

    তাঁর সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মুম্বইতে গিয়ে বা কলকাতায় এসে তিনি কার কার সঙ্গে দেখা করেছেন, টাকাই বা কোথা থেকে পেলেন—সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)