• গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত দু’টি গাড়ি
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতে ব্যস্ত হাজরা মোড়ে যাত্রীবাহী গাড়ির উপর ভেঙে পড়ল একটি গাছের একাংশ। রাস্তার ধারে পার্কিং করা ছিল গাড়ি। গাছ ভেঙে পড়ার ফলে দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুরসভার উদ্যান বিভাগ। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ হাজরা রোডে যান চলাচল বন্ধ রাখতে হয়। অকুস্থলে আসে ভবানীপুর থানার পুলিস ও বিপর্যয় মোকাবিলা দল। উদ্যান বিভাগের তরফে জানানো হয়েছে, ৪৫ মিনিটের মধ্যে ভেঙে পড়া গাছ কেটে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ জখম হননি।
  • Link to this news (বর্তমান)