• শেয়ারের নথি হাতানো যুবককে হেফাজতে নিল কলকাতা পুলিস
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজার থানা এলাকা এক শেয়ার  ট্রেডিং সংস্থায় জাল নথি দিয়ে বিভিন্ন কোম্পানির আড়াই হাজার শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের একটি জেল থেকে এক বন্দিকে হেফাজতে নিল পুলিস। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশে একটি প্রতারণার মামলায় অভিযুক্ত যুবক সেখানকার এক জেলে বন্দি ছিল। পরে কলকাতা পুলিস জানতে পারে, ওই যুবক উত্তরপ্রদেশের একটি জেলে রয়েছে। এরপরই বউবাজারের মামলায়  ধৃতকে হেফাজতে পেতে ব্যাঙ্কশাল কোর্টে আর্জি জানানো হয়। কোর্টের সেই ‘ছাড়পত্র’ নিয়ে পুলিস অভিযুক্তকে উত্তরপ্রদেশের জেল থেকে হেফাজতে নেয়। এদিন ধৃতের তরফে ব্যাঙ্কশাল আদালতে জামিনের আর্জি জানানো হয়। যদিও সরকারি তরফে তার জোরালো আপত্তি জানানো হয়। বিচারক মামলার নথি খতিয়ে  দেখে ধৃতের জামিনের আবেদন নাকচ করে দেন।                                                    
  • Link to this news (বর্তমান)