দলীয় অফিস ভেঙে সরকারি জমিতে নির্মাণ, অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে
বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সরকারি জমি বিক্রি করার অভিযোগ উঠল বেলঘরিয়ায়। ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের যতীনদাস নগরে। পাশাপাশি প্রোমোটিংয়ের স্বার্থে তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেওয়ার অভিযোগও উঠল। তৃণমূল কাউন্সিলারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে এই অভিযোগ তুলে দলের কর্মীরাই ক্ষোভ প্রকাশ করেছেন। বিধায়ক মদন মিত্রও এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।
এই বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলার ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে তোপ দেগেছেন ৩৪ নম্বর ওয়ার্ড তৃণমূল সভাপতি অপরাজিতা দাস। তাঁর অভিযোগ, ২০১৭ সালে পার্টি অফিসটি তৈরি হয়েছিল। সম্প্রতি এর পিছনের জমিতে প্রোমোটিং শুরু হয়। গত সপ্তাহ থেকে দেখছি পার্টি অফিসটিই নেই। রাতারাতি সেটি ভাঙা হয়ে গিয়েছে। কাউন্সিলারের মদতেই এটা হয়েছে। নেতৃত্বকে গোটা ঘটনা জানানো হয়েছে।
এদিকে, কাউন্সিলার অজিতা ঘোষের দাবি, আমরা সারাদিন মানুষের জন্য কাজ করি। অনেকেরই এটা পছন্দ নয়। তাই বদনাম করতে এমনটা বলা হচ্ছে। বেআইনি নির্মাণের অভিযোগ খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানালেও পার্টি অফিস ভেঙে দেওয়া নিয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বক্তব্য, অন্য কেউ পার্টি অফিস ভেঙেছে বলে আমি বিশ্বাস করি না। হয়ত টিনের তৈরি পার্টি অফিস খুলে ফেলতে পারে। যাঁরা খুলেছেন, তাঁরা দলেরই কেউ হবেন। তবে সরকারি জমি দখল করতে দেওয়া হবে না। অন্যদিকে, বিধায়ক মদন মিত্রের বক্তব্য, এটা খুবই জঘন্য কাজ। দলীয় অফিস ভেঙেছে। পাশাপাশি বান্ধবনগর মাঠের কাছে সরকারি জমিতে বাড়ি তৈরি করে বিক্রি করা হয়েছে। দলের কেউ করে থাকলেও রেহাই পাবেন না। এনিয়ে তদন্ত হওয়া উচিত। পুরসভার চেয়ারম্যানকে বলেছি, সাংসদকে জানিয়েছি। দলের উচ্চস্তরেও জানাব। কামারহাটির একাধিক ওয়ার্ড থেকে নির্মাণ সংক্রান্ত বহু অভিযোগ আসছে। এমন চলতে পারে না।