• স্ত্রীকে অস্ত্রের কোপ, অভিযুক্ত স্বামীকে ধরল বধূর পরিবারই
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে মধ্যমগ্রামে ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত স্বামী। কিন্তু তাকে ধরতে পারেনি পুলিস। অভিযুক্ত আব্দুল জলিল কুরেশির খোঁজ পেয়ে তাকে আটক করে বারাসতের কাজিপাড়ায় নিয়ে যায় পরিবারের লোকজন। তাকে ধরতে গেলে আক্রান্ত হয় গৃহবধূর ভাই। এরপর খবর দেওয়া হয় বারাসত থানায়। অভিযুক্তের কঠোর শাস্তি ‘নিশ্চিত’ করার দাবিতে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। পরে, অবশ্য জলিলকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। জানা গিয়েছে, বারাসত পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাজিপাড়ার আব্দুল জলিল কুরেশি ও স্ত্রী ফতেমা বিবির সঙ্গে বৃহস্পতিবার পারিবারিক বিবাদ হয়। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে জলিল বলে অভিযোগ। তিনি বারাসত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, দু’দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিস। অথচ সে মধ্যমগ্রামে ঘোরাফেরা করছিল। আমরা ধরতে গেলে আমাদের মারধর করেছে জলিল। এ নিয়ে আক্রান্তের ভাই জাভেদ কুরেশি বলেন, পুলিস তদন্ত করছিল। ধরতে পারেনি। আমরা ধরে পাড়ায় নিয়ে আসি। ওকে কঠোর শাস্তি দিতে হবে।
  • Link to this news (বর্তমান)