• বেআইনি নির্মাণে নজরদারিতে পুরসভায় আরও ৬ ইঞ্জি‍নিয়ার
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৫
  • বেআইনি নির্মাণের অভিযোগে জেরবার কলকাতা পুরসভা। এ নিয়ে একাধিক বার উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। বেআইনি নির্মাণ ঠেকাতে পুরসভার তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হলেও সমস্যা মিটছে না। বরং উত্তরোত্তর অভিযোগ বেড়ে চলেছে। এই অবস্থায় বিল্ডিংয়ে নজরদারি বাড়াতে নতুন ইঞ্জিনিয়ার নিয়োগের জন্যে পুরসভাকে ছাড়পত্র দিল রাজ্য সরকার।

    নবান্ন সূত্রের খবর, কলকাতা শহরে বিল্ডিং প্ল্যান মেনে বাড়ি তৈরি হচ্ছে কিনা, তার উপরে নজরদারি বাড়াতে পুরসভার বিল্ডিং বিভাগে আরও ছ’জন অতিরিক্ত একজিকিউটিভ ইঞ্জিনিয়ার নিয়োগ করার জন্যে অনুমোদন দিয়েছে সরকার। তাতে কিছুটা হলেও আশার আলো দেখছেন পুরকর্তারা।

    পুরসভার এক শীর্ষ কর্তা জানিয়েছেন, বর্তমানে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে ১০ জন একজিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন। সেই সংখ্যাটা বেড়ে হবে ১৬। অতীতে কলকাতা পুরসভার অধীনে ১০টি বরো ছিল। সেই অনুসারে বিল্ডিং বিভাগের কাজকর্ম দেখভালে ১০টি একজিকিউটিভ ইঞ্জিনিয়ারের পদ ছিল। পরবর্তীতে বরোর সংখ্যা বেড়ে হয়েছে ১৬। পুরসভার এলাকা বেড়েছে অনেকটাই।

    সময়ের সঙ্গে বাড়ি নির্মাণের সংখ্যাও বেড়েছে। কিন্তু বিল্ডিং বিভাগে একজিকিউটিভ ইঞ্জনিয়ারের সংখ্যা একই থেকে গিয়েছে। তার ফলে অনেক একজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে একাধিক বরোর দায়িত্ব সামলাতে হচ্ছে। যেমন, ৪ ও ৫ নম্বর বরোর দায়িত্বে রয়েছেন এক জনই। একই ভাবে বেহালার ১৩ ও ১৪ নম্বর বরোর দায়িত্ব সামলাচ্ছেন এক জন একজিকিউটিভ ইঞ্জিনিয়ার।

    এক–একটা বরোয় ১২–১৩টি করে ওয়ার্ড। সব মিলিয়ে বিল্ডিংয়ে নজরদারিতে ঘাটতি দেখা দিচ্ছিল। সেই ঘাটতি মেটাতে একজিকিউটিভ ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়ানোর জন্যে বেশ কয়েক বছর আগেই নবান্নের কাছে আবেদন জানিয়েছিলেন পুর–কর্তৃপক্ষ। কিন্তু নবান্নের সবুজ সংকেত এতদিন মেলেনি। অবশেষে অনুমোদন মেলায় একজিকিউটিভ ইঞ্জিনিয়ার নিয়োগে জটিলতা রইল না।

    জানা গিয়েছে, পুরসভার ইঞ্জিনিয়ারদের মধ্যে থেকেই প্রমোশন দিয়ে খুব শিগগিরই নতুন একজিকিউটিভ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। বরো অফিস ছাড়াও কলকাতা পুরসভার সদর দপ্তরে বিল্ডিংয়ের কাজকর্ম দেখার জন্যে একজন অতিরিক্ত একজিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকবেন। আর এক জনকে নিয়োগ করা হবে মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি, হেরিটেজ কমিটি এবং মেয়র পারিষদ বৈঠকের কাজকর্ম সামলানোর জন্যে।

  • Link to this news (এই সময়)