আজকাল ওয়েবডেস্ক: শীতের শুরুতে প্রশ্ন ঘুরছিল সবার মুখে মুখে, কবে শীত আসবে জাঁকিয়ে? শীত জাঁকিয়ে পড়ল, তবে তা স্থায়ী হল না বেশিদিন। হাওয়া অফিস আগেই জানিয়েছিল রবিবার থেকে জেলায় জেলায় একধাক্কায় বাড়বে তাপমাত্রা। সঙ্গেই সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দুইয়ে মিলে, আপাতত আর হাড়াকাঁপানো শীতের আমেজ থাকবে না, তেমনটাই মত আবহাওয়াবিদদের।
মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। বেশি বৃষ্টি হতে পারে সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে। মেঘলা আকাশের কারণেই পারা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা।
হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তর–পশ্চিমের শীতল হাওয়া। ফলে শীতের পথ থমকাবে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে। যার জেরে নতুন বছরের প্রথম রবিবারে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে। রবিবার থেকে তিন চারদিন টানা তাপমাত্রা কিছুটা বেশি থাকবে।
তবে বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আগামী কয়েকদিনে। অন্যদিকে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের থেকে রবিবার একধাক্কায় বেড়ে গিয়েছে বেশকিছুটা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, রবিবার তা ছাড়িয়ে গিয়েছে ১৬ ডিগ্রি।
দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিরও। তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনের পাশাপাশি বাড়বে রাতের তাপমাত্রাও। সোম, মঙ্গলবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে।