মালদহের তৃণমূল নেতা খুনে দুই অভিযুক্তকে খুঁজে দিলেই ২ লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা পুলিশের ...
আজকাল | ০৫ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মালদহের দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আরও দুই অভিযুক্তের হদিশ পেতে এবার পুরস্কার ঘোষণা করল মালদহ জেলা পুলিশ। পুলিশ জানিয়েছে, দুলাল সরকার খুনে আরও দুই অভিযুক্ত হল কৃষ্ণা রজক ও বাবলু যাদব।
ইংলিশবাজারের রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা কৃষ্ণা রজক ওরফে রোহন ও মহানন্দাপল্লির বাসিন্দা বাবলু যাদবের সন্ধান দিলেই মিলবে নগদ টাকা পুরস্কার। দুই অভিযুক্তের খোঁজ দিলেই ২ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। দুলাল সরকার খুনে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও অধরা এই দুই অভিযুক্ত। দুই অভিযুক্তের ছবি, নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে। তাদের খোঁজেই তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মহানন্দাপল্লির বাড়ির অদূরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা দুলাল সরকারের। সেদিনই পুলিশের ভূমিকা নিয়ে ভৎর্সনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ঘটনার দিন কয়েকের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে দু'জন বিহারের দুষ্কৃতী। পাঁচজনেই বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। খুনের ঘটনার মাস্টারমাইন্ড কে, তা ঘিরেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।