নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল পিকআপ ভ্যান, দেওয়াল চাপা পড়ে আহত এক মহিলা
আজকাল | ০৫ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়ির মধ্যে ঢুকে পড়ল পিকআপ ভ্যান। দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হলেন এক মহিলা। দুর্ঘটনার পর গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর শিবগঞ্জ এলাকায়। শিবগঞ্জে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে একটি পিকআপ ভ্যান। ভয়াবহ দুর্ঘটনায় এক মহিলা গুরুতর জখম হন। আহত মহিলাকে প্রতিবেশীরা উদ্ধার করেন। প্রথমে তাঁকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় তাঁকে। পরে রাতেই তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়িতে ঢুকে পড়ে পিকআপ ভ্যানটি। অভিযোগের ভিত্তিতে পুলিশ চালককে আটক করেছে।