নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অতিরিক্ত পণ্যবাহী ট্রাক। আর তাতেই বিপত্তি। ভেঙে নীচে ঝুলে পড়ল উত্তর সিকিমের লাচুংয়ের একটি বেইলি ব্রিজ। চু নদীর ব্রিজটি লাচুং এবং মাউন্ট কাটাও পাহাড়ের মধ্যে যোগাযোগের মাধ্যম ছিল। শনিবার এই ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। পাশে থাকা বিকল্প সেতু দিয়ে যান চলাচল করছে। গাড়িটিকেও উদ্ধার করা হয়েছে।
২০০ ফুট দীর্ঘ বেইলি ব্রিজটি ২৫ বছর পুরনো। এদিন দুপুরে অতিরিক্ত পণ্য নিয়ে একটি ট্রাক বেইলি ব্রিজে উঠে পড়ে। সেতুটি দীর্ঘদিন থেকে জরাজীর্ণ। সেই সময় একটি হ্যাঙ্গার খুলে ট্রাক সহ ব্রিজটি নীচে ঝুলে যায়। তবে সেতুটি নদীতে ভেঙে পড়েনি। লাচুং ব্রিজ নামে পরিচিত ব্রিজটি নীচে ঝুলে পড়ায় কিছুক্ষণের জন্য উত্তর সিকিমের লাচুং এলাকার একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাময়িকভাবে পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়লেও স্থানীয় প্রশাসন তাঁদের আশ্বস্ত করে। সেই সময় বিকল্প সেতু দিয়ে পর্যটক বোঝাই গাড়িগুলি নদী পারাপার করে। এতে আতঙ্ক কমে।
ভারতীয় সেনা এবং বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) তরফে সেতু মেরামতে জোর দেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা জানান। সিকিম প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ব্রিজটি নীচে ঝুলে যাওয়ায় পর্যটকদের যাওয়াতে কোনও সমস্যায় পড়তে হয়নি। বিকল্প সেতু দিয়ে চলছে যানবাহন। বেইলি ব্রিজটি সংস্কার করা হচ্ছে। পর্যটকদের মধ্যে যারা ওই এলাকায় ঘোরার পরিকল্পনা করেছেন, তাঁদের ভ্রমণে আশ্বস্ত করেছে