• পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দুর্বল উত্তুরে হাওয়া! শহরে ফের উধাও শীতের আমেজ
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে থেকে শহরে উধাও শীতের আমেজ। একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে তাপমাত্রা। ভরা পৌষে শীতের আমেজ উধাও হয়ে যাওয়ায় হতাশ শহর থেকে জেলাবাসী। আজ, রবিবার সকাল থেকেই রাজ্যজুড়ে দেখা মিলেছে ঘন কুয়াশার। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, রবিবার সকালে শহরের আকাশে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়লেই তা কেটে যাবে। এদিন বেলা বাড়লেই শহরের আকাশ হয়ে যাবে পরিষ্কার। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছিলেন, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাময়িকভাবে বাড়লেও তা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। একটি পশ্চিমী ঝঞ্ঝার সরাসরি প্রভাব পড়তে চলেছে পশ্চিম হিমালয় সংলগ্ন উত্তর ভারতের কিছু এলাকায়। এই কারণেই উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করতে বাধা পাচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি। উত্তরবঙ্গে দার্জিলিং ও সংলগ্ন কিছু এলাকায় আগামী মঙ্গলবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
  • Link to this news (বর্তমান)