‘BSFএর বিরুদ্ধে মমতা এরকম বলবেনই, পাকিস্তানের বাহিনী হলে উনি হয়তো ভেবে দেখতেন’
হিন্দুস্তান টাইমস | ০৫ জানুয়ারি ২০২৫
রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশের জন্য বিএসএফকে দায়ী করায় এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার সকালে দিল্লি উড়ে যাওয়ার আগে দমদম নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিএসএফ ভারতের বাহিনী বলে উনি তাদের আক্রমণ করেছেন। পাকিস্তানি বাহিনী হলে ভাবতেন।
এদিন সুকান্তবাবু বলেন, ‘এই তো প্রথমবার নয়। এর আগে ২০২১-এর ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর ওপরে বঁটি ঝাঁটা নিয়ে আক্রমণ করতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম ভারতবর্ষে কোনও মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এরকম মন্তব্য করেছেন। কমিউনিস্টরাও ভারতের কোনও আধাসেনা বাহিনীর বিরুদ্ধে এই রকম মন্তব্য করেনি। যে বাংলা এক সময় জাতীয়তাবাদের উৎস্যকেন্দ্র ছিল সেই বাংলা থেকে ভারতের আধাসামরিক বাহিনীকে অপবাদ দেওয়া হচ্ছে, তাদের নিশানা করা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। তবে আমরা অভ্যস্থ হয়ে গেছি। ভারতের বিএসএফের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এরকম বলবেনই। পাকিস্তানের হলে উনি হয়তো ভেবে দেখবেন, বলবেন কি বলবেন না।’
গত বৃহস্পতিবার নবান্ন এক প্রকাশ্য প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্য বাংলাদেশি অনুপ্রবেশের জন্য বিএসএফকে দায়ী করেন। শনিবার পালটা মমতাকে খোলা চিঠি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৫ পাতার সেই চিঠিতে অনুপ্রবেশের জন্য পালটা পুলিশ ও রাজ্য সরকারকে দায়ী করেন তিনি। ওদিকে রাজনৈতিক বাগবিতণ্ডার মধ্যে কলকাতাসহ রাজ্যের জেলায় জেলায় অব্যহত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড়। শনিবার কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সামনে থেকে এক মহিলাকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ।