'বাবার নাম আলমগির খান, আমি….', শিয়ালদায় পাকড়াও বাংলাদেশি যুবতী, ছিল না কোনও নথি
হিন্দুস্তান টাইমস | ০৫ জানুয়ারি ২০২৫
শিয়ালদা থেকে এক সন্দেহভাজন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হল। সূত্রের খবর, শনিবার শিয়ালদা স্টেশন সংলগ্ন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সামনে ওই মহিলা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। তা দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করা হয় মহিলাকে। জিজ্ঞাসাবাদের মুখে ওই মহিলা জানায় যে তার নাম বেবি বিশ্বাস। বাবার নাম আলমগির খান। বাংলাদেশের বরিশালের নাচনাপাড়া মল্লিকখালি গ্রামের বাসিন্দা। কিন্তু কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি। ছিল না পাসপোর্ট, ভিসার মতো নথিও। সেই পরিস্থিতিতে তাকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। নির্দিষ্ট ধারায় দায়ের করা হয়েছে মামলা।
আপাতত যা খবর, তাতে দিনকয়েক আগে ওই যুবতী বাংলাদেশ থেকে ভারতে এসেছিল বলে মনে করা হচ্ছে। সূত্র উদ্ধৃত করে টিভি নাইন বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে দিনকয়েক আগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে আসে। কাজের খোঁজে পাড়ি দেয় মুম্বইয়ে। তবে সেখানে মেলেনি কাজ। সেই পরিস্থিতিতে ফিরে আসে কলকাতায়। তারপর শনিবার দিশাহীনভাবে এনআরএস হাসপাতালের সামনে ঘুরে বেড়াচ্ছিল। তখনই তাকে পাকড়াও করা হয়।
আর পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চলছে তদন্ত। তবে গত কয়েক সপ্তাহে কলকাতা থেকে এই প্রথম কোনও বাংলাদেশিকে পাকড়াও করা হল না। গত ২৭ ডিসেম্বর পার্কস্ট্রিট থেকে গ্রেফতার করা হয় এক বাংলাদেশিকে। অভিযোগ, ভুয়ো নথি নিয়ে ২৬ ডিসেম্বর বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছিল মহম্মদ আবিদুর রহমান নামে ওই অনুপ্রবেশকারী। পরদিন তাকে পার্কস্ট্রিট থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের থেকে আধার কার্ড এবং ভোটার কার্ডও বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ উঠেছে যে দীর্ঘদিন ধরেই ভারতে আসত আবিদুর। ২০২৩ সাল থেকে খিদিরপুরেও থাকছিল বলে অভিযোগ উঠেছে।
সেই গ্রেফতারির আবহেই নদিয়ায় তিনজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। এক মহিলা-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজন অনুপ্রবেশকারী ছিল। বাকি তিনজন ছিল দালাল। আবার গাইঘাটা থেকে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। অভিযোগ উঠেছে যে মাসছয়েক আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল দুই মহিলা। লুকিয়ে বাংলাদেশে ফিরে যেতে গাইঘাটায় এসেছিল। সেইসময় তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের সঙ্গে পাঁচ বছরের এক শিশুও ছিল বলে অভিযোগ উঠেছে।