• দক্ষিণবঙ্গে বাড়বে পারদ, উত্তরে তুষারপাত
    প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৫
  • নিরুফা খাতুন: দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন! রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার পর্যন্ত দুই-তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা। দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

    ফের আছড়ে পড়ছে পশ্চিমী ঝঞ্ঝা। বাধা প্রাপ্ত উত্তুরে হাওয়া। যার জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, ফের বুধবার থেকে পারদ নামতে শুরু করবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই পাঁচ জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা দেখা যাবে। এদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আপাতত কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি।

    অন্যদিকে, দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার ৭ জানুয়ারি হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। মূলত হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে থাকতে পারে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। বিহারে শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)