• অপরাজিতা-আইন চেয়ে পথে তৃণমূল
    আনন্দবাজার | ০৫ জানুয়ারি ২০২৫
  • ধর্ষণ রুখতে বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলে অনুমোদন দিয়ে দ্রুত তা আইনে পরিণত করুক কেন্দ্র, এই দাবিতে শনিবার রাজ্য জুড়ে মিছিল করল মহিলা তৃণমূল। সংগঠনের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মিছিলে শামিল হয়ে বলেছেন, “নারী-সুরক্ষায় অত্যন্ত সময়োপযোগী এই বিল অবিলম্বে কার্যকর হওয়া জরুরি।” কলকাতায় রামলীলা ময়দান থেকেও সংগঠনের নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে মিছিল হয়েছে। শশীও বলেছেন, “সবাই আর জি কর-কাণ্ডের দ্রুত বিচার চাইছেন। তৃণমূলও তা-ই চায়। অপরাজিতা বিল আইন হলে বিচারও দ্রুত মিলবে। কিন্তু গোটা বিষয়টি নিয়ে রাজনীতি করা হলে তা দুঃখজনক।” প্রসঙ্গত, রাজ্যপাল সি ভি আনন্দ বোস আগে দাবি করেছিলেন, বিলটিতে প্রয়োজনীয় অনুমোদনের জন্য ইতিমধ্যেই তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিয়েছেন।
  • Link to this news (আনন্দবাজার)