নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ২০১৬-র ‘প্যানেলে’ থাকা যোগ্য এবং অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে এসএসসি-কে, এই দাবিকে সামনে রেখে শনিবার পথে নামল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। গণেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে মিছিল করে সংগঠনের নেতা-কর্মীদের ওয়াই চ্যানেল পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু চাঁদনি চকের আগেই মিছিল আটকে দিয়ে পুলিশ জানায়, ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) রয়েছে। শেষমেশ, সেখান থেকেই সংগঠনের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ওয়াই চ্যানেলে গিয়ে অবস্থানরত চাকরি-প্রার্থীদের সঙ্গে কথা বলেন। এবিটিএ-র রাজ্য সম্পাদক সুকুমার পাইনের বক্তব্য, “যোগ্য-অযোগ্যদের তালিকা আদালতে জমা দিতে হবে। যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। দীর্ঘদিন ধরে যোগ্য চাকরি-প্রার্থীরা অবস্থান করছেন।” প্রসঙ্গত, ২০১৬-র পুরো প্যানেলই কলকাতা হাই কোর্ট বাতিল করেছিল। তার পরে সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন।