রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। শনিবারের চেয়েও দুই ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণেই এ রাজ্যে শীত বাধা পাচ্ছে বলে মনে করা হচ্ছে। পর পর পশ্চিমি ঝঞ্ঝা প্রভাব বিস্তার করছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। আগামী ১০ জানুয়ারি আবার একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে কমবেশি সব জেলায়। তবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তিন দিন পর উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা নতুন করে দুই ডিগ্রি কমতে পারে।
রবিবার দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুরুলিয়ায়, ৮.১ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙের তাপমাত্রাও ছিল পুরুলিয়ার চেয়ে বেশি (৯.৫ ডিগ্রি)। পুরুলিয়া ছাড়া দক্ষিণের আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ছিল না। সব জায়গাতেই ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে পারদ।