• রেস কোর্সের অস্থায়ী কর্মীর দেহ উদ্ধার, রহস্য
    আনন্দবাজার | ০৫ জানুয়ারি ২০২৫
  • কলকাতার রেস কোর্সের মাঠ সংলগ্ন এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। শনিবার সকালে একটি গাছ থেকে ওই যুবককে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। যুবকের পায়ের বেশ কিছুটা অংশ মাটিতে লেগে ছিল। তাই এটি খুন নাকি আত্মহত্যা— তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

    পুলিশ জানিয়েছে, মৃতের নাম সামশাদ। তিনি রেস কোর্সের অস্থায়ী কর্মী ছিলেন। এ দিন গলায় গামছায় ফাঁস লাগিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে হেস্টিংস থানার পুলিশ এসে দেহ নামিয়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ইদানিং আর্থিক সঙ্কটের কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরে আত্মহত্যা করতে পারেন বলে মনে করছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও রাস্তার ধারে কেউ আত্মহত্যা করলেন অথচ কারও নজরে এল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু করছে হেস্টিংস থানার পুলিশ। এ দিন মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)