• বাড়ানো হয়নি রাজ্যের শিক্ষকদের অবসরের বয়স, স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৫
  • রাজ্য সরকারি শিক্ষকদের অবসরের বয়স কি পাঁচ বছর বৃদ্ধি পাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রচারিত হওয়ার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু এই দাবি খারিজ করে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘গতকাল রাতে কয়েকটি সমাজ মাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে, যে রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ ভুল ও ভ্রান্তিমূলক। এমনভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবিকই অর্থহীন। এ ধরনের বিভ্রান্তি সমাজমাধ্যমে প্রচার না করার আবেদন জানাচ্ছি।’

    বিতর্কের সূত্রপাত শনিবার থেকে। ওই দিন সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়েছিল, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি শিক্ষকদের (প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক) অবসরের বয়স পাঁচ বছর বাড়ানো হয়েছে। আগে অবসরের বয়স ছিল ৬০। তা বাড়িয়ে ৬৫ করা হয়েছে। এই নোটিস যে ভুয়ো তা সেই বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী।

    এর পরেই শিক্ষক মহলও আড়াআড়ি ভাগ হয়ে যায়। একপক্ষ দাবি করতে থাকে এই নোটিস সত্যি। অন্য অংশের জোর সওয়াল ছিল, এ ভাবে রাতারাতি অবসরের বয়স বাড়িয়ে দেওয়া যায় না। এই নোটিস ভুয়ো। এ বার বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

    নোটিসটির মধ্যে কোনও সত্যতা নেই, দাবি করেছেন তিনি। এই ধরনের বিজ্ঞপ্তি ভাইরাল করে বিভ্রান্ত তৈরি না করার জন্যও আবেদন করেছেন তিনি।

  • Link to this news (এই সময়)