• স্কুলের বেতন দিতে অপারগ রিকশাচালক বাবা, অভিমানে আত্মঘাতী মেয়ে
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৫
  • বাবার কাছে স্কুলে ভর্তির জন্য টাকা চেয়েছিল মেয়ে। অনটনের সংসারে মেয়ের স্কুলে ভর্তির টাকা দিতে পারেননি বাবা। অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী নাসিমা মোল্লা (১৪)। মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। প্রাথমিকভাবে অন্তত ওই কিশোরীর আত্মঘাতী হওয়ার ঘটনায় এমনই তথ্য উঠে এসেছে।

    জীবনতলা থানা এলাকার সারেঙ্গাবাদ ইটখোলা হাইস্কুলে পড়াশোনা করত নাসিমা। শনিবার নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে ভর্তি হওয়ার শেষ দিন ছিল। স্কুলের অন্যান্য সহপাঠীরা ভর্তি হয়ে গিয়েছে। সময় চলে যাচ্ছে দেখে বাবার কাছে টাকা চেয়েছিল মেয়ে। মেধাবী মেয়ের কথা রাখতে পারেননি বাবা।

    নাসিমার বাবা ইসমাইল মোল্লা পেশায় রিকশাচালক। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর যেটুকু উপাজর্ন হয়, সেটা দিয়ে কোনওমতে সংসার চলে। ইসমাইল মেয়েকে জানিয়েছিলেন, টাকা দিতে কয়েকটা দিন দেরি হবে। অর্থাভাবে স্কুলে ভর্তি হতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন স্কুল ছাত্রী।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বাড়ি ফাঁকাই ছিল। পরিবারের সদস্যরা প্রত্যেকেই কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে নাসিমা। পরে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।

    নাসিমার দাদা বলেন, ‘বাবার কাছে স্কুলে ভর্তির জন্য টাকা চেয়েছিল। বাবা দিতে পারেনি। বলেছিল একদিন বাদে দেবে। ও হয়ত অভিমান করে বিষ খেয়ে নিয়েছে। এর বেশি কিছু বলতে পারছি না।’ উল্লেখ্য, স্কুলে সাধারণত ৫৫০ টাকা ফি নেওয়া হয়।

    জীবনতলা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ক্যানিং এসডিপিও জয়দেব মণ্ডল বলেন, ‘দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

  • Link to this news (এই সময়)