• মুকুটমণিপুরে ফিস্টে গিয়ে বাস উল্টে জখম ২০
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৫
  • এই সময়, বাঁকুড়া: কলকাতা থেকে মুকুটমণিপুরে পিকনিক করতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটক বোঝাই বাস। দুর্ঘটনায় কম–বেশি জখম হন প্রায় ২০ জন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দপুর থানার বাগডিহা এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার কসবা থেকে মুকুটমণিপুর যাওয়া বাসটিতে ছিলেন ৬৫ জন। সকালে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় ইন্দপুরের বাগডিহা এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। কাছাকাছি থাকা পুলিশের মোবাইল ভ্যান দ্রুত পৌঁছয় ঘটনাস্থলে।

    খবর পেয়ে ইন্দপুর থানা থেকেও যায় অতিরিক্ত পুলিশ। ছুটে আসেন স্থানীয়রাও। এর পর স্থানীয়দের সঙ্গে নিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসের ভিতর থেকে পর্যটকদের উদ্ধার করে পুলিশ। জখম প্রায় ২০ জনকে নিয়ে যাওয়া হয় ইন্দপুর ব্লক হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়। ৫ জনকে পাঠানো হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।

    এ দিন আর মুকুটমণিপুরে যাওয়া হয়নি ওই দলটির। সকালে তাঁদের জন্য জল, চা ও টিফিনের বন্দোবস্ত করে ইন্দপুর থানার পুলিশ। পরে দুর্ঘটনাস্থলের কাছাকাছি ওই বাগডিহাতেই রান্না করে দুপুরের খাবার খান পর্যটকরা। পরে অন্য একটি বাসে তাঁরা রওনা দেন কলকাতার দিকে।

  • Link to this news (এই সময়)