• বিজয়কৃষ্ণ খুনের ঘটনা: পুনে থেকে ধৃত আরও ১
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৫
  • এই সময়, তমলুক: পূর্ব মেদিনীপুরের ময়নার গোড়ামহল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের ঘটনায় পুনে থেকে আরও এক জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। ধৃত মোহন মণ্ডল ওরফে দামুর বাড়ি বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেওয়ার পর এই নিয়ে তিন জনকে গ্রেপ্তার করল এনআইএ। অন্যদিকে ঘটনার তদন্তে নেমে ন’জনকে গ্রেপ্তার করেছিল ময়না পুলিশ। যাদের মধ্য পাঁচ জন ইতিমধ্যে জামিনও পেয়েছে।

    ২০২৩-এর মে মাসে খুন হন গোড়ামহল গ্রামের বাসিন্দা ও বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া। ঘটনার দিন সন্ধ্যায় দুষ্কৃতীরা তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগে ময়না থানায় ৩৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী লক্ষ্মী ভুঁইয়া। মামলায় নতুন করে নাম জড়ায় আরও কয়েক জনের। এখনও পর্যন্ত ৪৭ জনের নামে চার্জশিট জমা পড়েছে।

    চলতি বছর মে মাসে চার সদস্যের এনআইএ দল ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। গ্রেপ্তার প্রসঙ্গে ময়না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক বলেন, ‘আমরা চাই, প্রকৃত দোষীদের শাস্তি হোক। ধৃত মোহন মণ্ডল ওরফে দামু এনআইএ তদন্তভার নেওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে এনআইএ তদন্তকারীরা শুক্রবার রাত ৮টা নাগাদ তাকে পুনে থেকে গ্রেপ্তার করে।’

    এখন পর্যন্ত এই ঘটনায় পুলিশ ও এনআইএ-র হাতে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। ঘটনা প্রসঙ্গে ময়নার ব্লক তৃণমূল সভাপতি সন্দীপব্রত দাস বলেন, ‘আমরাও প্রকৃত দোষীদের শাস্তি চাই।’

  • Link to this news (এই সময়)