• সোমবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন গঙ্গাসাগরে, মেলায় দমকলের প্রস্তুতি ঘুরে দেখলেন সুজিত বসু...
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলা শুরুর আগে সোমবার স্বয়ং মুখ্যমন্ত্রী যাচ্ছেন গঙ্গাসাগরে। এই উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থায় মুড়ে ফেলা হচ্ছে গঙ্গাসাগর। প্রশাসনের সমস্ত বিভাগের প্রস্তুতি একদম তুঙ্গে। শনিবার অগ্নি নির্বাপন ব্যবস্থা পরিদর্শন করলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

    জানা যাচ্ছে, গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থা আরও জোরদার করতে এবছর স্থায়ী দমকল কেন্দ্র ছাড়া আরও ১২টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে।‌ কাকদ্বীপ, নামখানা, কচুবেড়িয়া এবং গঙ্গাসাগরে এই অস্থায়ী দমকল কেন্দ্রগুলি থাকবে। এই বছর ছোট বড় প্রায় ৫০টি দমকলের গাড়ি থাকবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ৫০টি মোটরবাইক  থাকবে, যেগুলিতে ফোম রাখা থাকবে। সেগুলি ছাড়াও আরও ২৫ টি মোটর বাইক রাখা হচ্ছে। এই মোটর বাইক গুলিতে ৩০ লিটার জল পরিবহন করা যাবে। ভিড়ের মধ্যে অথবা সরু রাস্তায় মোটরবাইক সুবিধা। বাবুঘাট থেকে গঙ্গাসাগর অবধি প্রায় ৪৫০ জন দমকল আধিকারিক সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখবেন।

    এদিন গঙ্গাসাগর মেলায় দমকলের কেমন প্রস্তুতি সমস্তটা ঘুরে-ঘুরে দেখেন দমকলমন্ত্রী সুজিত বসু। এরপর মেলা অফিসে দমকল আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা। ছিলেন অতিরিক্ত জেলাশাসক-সহ বহু আধিকারিক।
  • Link to this news (আজকাল)