টাকার অভাবে স্কুলে ভর্তি হতে পারেনি, অভিমানে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী ...
আজকাল | ০৫ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: স্কুলে ভর্তির জন্য টাকা পাওয়া যায়নি। অভিমানে নিজেকে শেষ করলেন দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার এক ছাত্রী।
জানা গিয়েছে, নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিল ওই পড়ুয়া। সেই কারণে স্কুলে ভর্তির জন্য টাকা চেয়েছিল বাবার কাছে। কিন্তু বাবা ভ্যান চালিয়ে সংসার চালিয়ে আর টাকা দিতে পারেনি। পরিবারের দাবি, বাবা ইসমাইল মোল্লা বলেছিলেন, তিনি একদিন পরেই স্কুলে ভর্তির টাকা দেবেন। কিন্তু ছাত্রীর সেদিন টাকার প্রয়োজন ছিল। টাকা না পাওয়ায় সেই অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হয় জীবনতলা থানার সারেঙ্গাবাদ ইটখোলা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।
শনিবার তাকে পরিবারের লোকজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ছাত্রীর। ক্যানিং থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারের মধ্যে।
ছাত্রীর দাদা আক্রাম মোল্লা বলেন, 'অভাবের সংসারে কোনও ক্রমে দিন চলে। বোনের স্কুলে ভর্তির টাকা জোগাড় করতে হিমসিম খাচ্ছিলেন কাকা। তিনি বলেছিলেন, কয়েকদিনের মধ্যেই টাকা জোগাড় করে দেবেন। কিন্তু তার মধ্যেই বোন আত্মহত্যা করে। বোন মনে করেছিল, ক্লাসের সব সহপাঠীরা ভর্তি হয়ে যাচ্ছে ও আর ভর্তি হতে পারবে না। এই আতঙ্ক ওকে গ্রাস করে ফেলেছিল। তাই এই সিদ্ধান্ত।'