• এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত এবং বর্তমানে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি এক জঙ্গি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম (এবিটি)-এর সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে নাশকতার ছক কষছে। রাজ্য এসটিএফ-এর হাতে এমন তথ্য আসার পর ঘুম উড়েছে সকলের। রবিবারই ওই জঙ্গিকে নিজেদের হেফাজতে নিতে চলেছে এসটিএফ।  

    সম্প্রতি মুর্শিদাবাদ জেলার নওদা এবং হরিহরপাড়ায় অসম পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ-এর যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে চার জঙ্গি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তদন্তে এসটিএফ-এর অনুমান, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি-র একাধিক সদস্য ইতিমধ্যে এবিটি-এ নাম লিখিয়েছে। এরাই পশ্চিমবঙ্গ এবং ভারতের একাধিক জায়গায় নাশকতার ছক কষছে। এসটিএফ আধিকারিকেরা আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন। গোয়েন্দা সূত্রের খবর, ২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম নামে এক জেলবন্দী জঙ্গিও এ রাজ্যে রাজ্যে এবিটি-এর সংগঠন বাড়ানোর চেষ্টা করছে। অসম এসটিএফ নিজেদের রাজ্যে এবং অন্য কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে ১২ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে,অসম থেকে যে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে সেই অস্ত্র নিয়ে এসে মুর্শিদাবাদে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছিল এবিটি-র জঙ্গিরা। 

    এবিটি-র জঙ্গিদের সঙ্গে খাগড়াগড়  বিস্ফোরণের ঘটনায় সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম নামে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ওই জঙ্গির কী  সম্পর্ক রয়েছে? তা জানার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ তারিকুলকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য শনিবার বহরমপুর আদালতে আবেদন করেছে। সূত্রের খবর, রবিবারই তরিকুলকে জেল থেকে বার করে জিজ্ঞাসাবাদের জন্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। 

    গত বছর ডিসেম্বর মাসের ১৮ তারিখে হরিহরপাড়া থানা এলাকায় এসটিএফ অভিযান চালিয়ে মিনারুল শেখ এবং আব্বাস আলী নামে দুই যুবককে গ্রেপ্তার করে। পুলিশের অনুমান, এরা এবিটি-র সদস্য। আব্বাসের বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে সম্প্রতি আব্বাস এলাকায় একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কাজ করছিল। 

    গোয়েন্দা সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে পকশো আইনে গ্রেপ্তার হয়ে বহরমপুরে জেলবন্দি ছিল আব্বাস। সেই সময় তার সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড তারিকুল ওরফে সুমনের পরিচয় হয়। অভিযোগ জেলবন্দী থাকার সময়ে তারিকুল, আব্বাসের মাধ্যমে হরিহরপাড়া- নওদা এবং মুর্শিদাবাদের বাকি অংশে জঙ্গি সংগঠন বিস্তারের পরিকল্পনা করেন। 

    সূত্রের খবর, পশ্চিমবঙ্গের 'চিকেন্স নেক' হিসেবে পরিচিত শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় বড়সড় নাশকতার ছক কষেছিল এবিটির সদস্যরা। কিন্তু তার আগেই অসম পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যায় একের পর এক এবিটি জঙ্গি। এই জঙ্গিদের মধ্যে পাঁচজনের সরাসরি মুর্শিদাবাদ জেলার সঙ্গে যোগ রয়েছে। 

    এসটিএফ সূত্রের খবর, বহরমপুর জেলে থেকেই খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত তারিকুল, মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হওয়া আব্বাস ,মিনারুল, সাজিবুল, মোস্তাকিমের মতো আরও কিছু জঙ্গির সাহায্যে রাজ্যে এবিটি-র সংগঠন বাড়ানোর চেষ্টা করছিল। তবে মুর্শিদাবাদে ধৃত জঙ্গিদের নেতা ছিল কেরল থেকে গ্রেপ্তার হওয়া মহম্মদ সাব শেখ। হরিহরপাড়া এবং নওদা, এই দু'টি ব্লকে ভোটার লিস্টে নাম রয়েছে সাবের। সাব এবং তারিকুল কীভাবে এবং কতটা জঙ্গিজাল বিস্তার করেছে সেটাই এখন রাজ্য এসটিএফ খতিয়ে দেখছে।
  • Link to this news (আজকাল)