কুয়াশার দাপট থাকলেও শীত নেই, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা? পূর্বাভাস
আজ তক | ০৫ জানুয়ারি ২০২৫
সপ্তাহের শুরুতেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। রবিবার সকালটা দিল্লির মতোই কুয়াশায় আচ্ছন্ন ছিল, যার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল। পশ্চিমবঙ্গের কিছু জেলায়, বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার এবং পশ্চিম বর্ধমান জেলায় ঘন কুয়াশা দেখা গেছে। তবে এখনও পর্যন্ত কোনও সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজ করছে। কিছু স্থানে, বিশেষত দার্জিলিং এবং জলপাইগুড়ি অঞ্চলে, দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। এই সপ্তাহে দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিংসহ চারটি জেলায়।
পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, এবং তাপমাত্রা কিছুটা বাড়বে। রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। একই সময়ে, শনিবার বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি কম ছিল।
এছাড়া, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া আটকে যাবে এবং পুবালী হাওয়ার দাপট বাড়বে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দেবে, এবং সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। এই ধরনের শীতল আবহাওয়া ও কুয়াশার কারণে আগামী দিনগুলিতে পথচলাচলে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।