• নতুন সপ্তাহে শীত বাড়বে না কমবে? যা জানাল হাওয়া অফিস
    আজ তক | ০৫ জানুয়ারি ২০২৫
  • আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী রবিবার থেকে আগামী তিন দিন তাপমাত্রা বাড়বে। ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে, বুধবার থেকে পারদ ফের নামতে পারে। আগামী সাত দিনের বিস্তারিত পূর্বাভাস দেওয়া হল এই প্রতিবেদনে।

    শনিবার পর্যন্ত ঠান্ডার দাপট ছিল। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া আটকে রয়েছে।

    তবে, মঙ্গলবার দার্জিলিং ও সিকিমের পার্বত্য এলাকায় বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

    শনিবারের মতো রবিবারও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট থাকবে।

    পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে তাপমাত্রা সামান্য বেড়েছে।

    হাওয়া অফিস বলছে,
  • Link to this news (আজ তক)