• হাওড়া স্টেশনে ট্রেনের মাথায় উঠে পড়লেন যুবক! হুলস্থূল
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশনে ট্রেনের মাথায় উঠে পড়লেন এক যুবক। গত শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল যশবন্তপুর এক্সপ্রেস। সেই সময়ে ট্রেনটির মাথায় আচমকাই উঠে পড়েন ওই যুবক। তাঁর নাম শম্ভু কুমার যাদব (৩৭)। তিনি ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা। হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ। অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানো হয়। আশঙ্কাজনক অবস্থায় শম্ভুকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। তবে গত শনিবার রাতে তাঁকে চিকিৎসার জন্য বোকারোতে নিয়ে গিয়েছে তাঁর পরিবার। পরিবার সূত্রে খবর, তিনি মানসিক ভারসাম্যহীন। কিন্তু কী ভাবে তিনি ট্রেনের মাথায় উঠে পড়লেন, তা খতিয়ে দেখছে রেল পুলিস।
  • Link to this news (বর্তমান)