রাত পোহালেই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, পুণ্যার্থীদের জন্য বিশেষ ট্রেন
প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গাসাগর মেলার জন্য এবার ১২টি থ্রু ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ, কলকাতা, নামখানা ও কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে চলবে এই ট্রেনগুলি। ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই ট্রেনগুলির পাশাপাশি আরও তিনটি প্রতিদিন চলাচলকারী ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হচ্ছে। ১২টি ট্রেনের মধ্যে তিনটি কলকাতা থেকে, ২টি নামখানা থেকে, ৫টি লক্ষ্মীকান্তপুর ও কাকদ্বীপ থেকে একটি করে এই বিশেষ গ্যালপিং ট্রেন চলবে।
ভিড়ে যাত্রীদের টিকিট কাটতে যাতে অসুবিধার মুখে পড়তে না হয়, সেজন্য নামখানাতে বাড়তি আরও দু’টি কাউন্টার খোলা হবে। এছাড়া পাঁচটি বাড়তি মোবাইল ইউটিএস পরিষেবা থাকবে। কাকদ্বীপে খোলা হবে ছ’টি বাড়তি কাউন্টার ও ১৫টি বাড়তি মোবাইল ইউটিএস পরিষেবা খোলা হবে। শিয়ালদহে বুকিং কাউন্টার উপযুক্ত সংখ্যায় থাকায় সেখানে শুধু চারটি মোবাইল ইউটিএস খোলা হবে বলে জানিয়েছেন শিয়ালদহের সিনিয়র ডিসিএম পবনকুমার।
উল্লেখ্য, আগামী ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সাগরদ্বীপে বসবে গঙ্গাসাগর মেলা। রাজ্যের পাশাপাশি গোটা দেশের অধিকাংশ পুণ্যার্থী ভিড় জমান মেলায়। কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে বলেই আশা প্রশাসনের। সেই অনুযায়ী কঠোর সতর্কতাও নেওয়া হচ্ছে। বিশেষত অনুপ্রবেশ আতঙ্কের মাঝে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। জলপথেও নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।