কল্যাণীতে ভাড়ায় থাকা ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, কাশ্মীর যোগে উদ্বেগ
প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৫
সুবীর দাস, কল্যাণী: নদিয়ার কল্যাণী থেকে গ্রেপ্তার হলেন দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। কল্যাণীর মুরাতিপুরের এলাকায় ওই দুজন একটি বাড়ি ভাড়া করে থাকছিলেন বলে খবর। ধৃত দুই ব্যক্তির নাম মহম্মদ সোহাগ মীর ও প্রণয় জয়ধর। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মহম্মদ সোহাগ মীর এর আগেও অনুপ্রবেশকারী হিসেবে উত্তর ২৪ পরগনার বসিরহাটে গ্রেপ্তার হয়েছিলেন। পরে ছাড়া পেয়ে তিনি কাশ্মীরে যান। আর সেখান থেকেই একাধিক প্রশ্ন উঠে আসছে। কেন তিনি ছাড়া পাওয়ার পর কাশ্মীরে গিয়েছিলেন? তিনি নদিয়ায় ফিরে এলেন কেন? কেনই বা তাঁরা দুজনে কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়েছিলেন? তাহলে তাঁদের অন্য কোনও উদ্দেশ্য আছে?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কল্যাণী থানার পুলিশ মুরাতিপুর এলাকায় হানা দেয়। অনুকূল মোড় এলাকায় সুধীর শীলের বাড়ি। ওই বাড়িতেই দুজন ভাড়া থাকছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে। তাঁদের কাছে ভারতের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কিন্তু কোনও পরিচয়পত্রই তাঁদের থেকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে বেরিয়ে পড়ে, বছর ১৮ বয়সের প্রণয় জয়ধর বাংলাদেশের বরিশালের বাসিন্দা। ২৩ বছরের মহম্মদ সোহাগ মীরের বাড়ি মাদারিপুরে।
একের পর এক প্রশ্নে আরও জানা যায়, মহম্মদ সোহাগ মীর গত চার মাস আগে একইভাবে বসিরহাট থানায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি ছাড়া পান। ছাড়া পেয়ে তিনি কাশ্মীর গিয়েছিলেন। কাশ্মীর থেকে ফিরে কল্যাণীতে থাকতে শুরু করেন তিনি। সেই বিষয়টিই ভাবাচ্ছে তদন্তকারীদের। কেন ওই যুবক কাশ্মীর গিয়েছিলেন? অনুপ্রবেশকারী বিনা কাগজপত্রে কীভাবে এত মাস ভারতে থেকেছেন? ওই দুজনের সঙ্গে যোগাযোগই বা হল কীভাবে? কত দিনের পরিচয় তাঁদের? বাংলাদেশ দীর্ঘ সময় ধরে অশান্ত। সেদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণের খবরও পাওয়া যাচ্ছে। জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে আসবে। সেই আশঙ্কাও করছেন গোয়েন্দারা। কয়েক জন জঙ্গিকে গ্রেপ্তারও করা হয়েছে। সেই আবহে এই যুবকের কাশ্মীর থেকে কল্যাণী ফেরাকে গুরুত্ব দিচ্ছে পুলিশ। রবিবার ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়।