পাসপোর্ট পিছু রেট ছিল ২৫০০০, ঘুষের টাকা ব্যাঙ্ক অ্যাকউন্টে নিতেন ধৃত SI আবদুল
হিন্দুস্তান টাইমস | ০৫ জানুয়ারি ২০২৫
পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার কলকাতা পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত আধিকারিক আবদুল হাই-এর বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অকাট্য প্রমাণ পেয়ে গেলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, পাসপোর্ট কাণ্ডের অন্যতম চক্রী সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে আবদুল হাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত কয়েক বছরে গিয়েছে প্রায় ১৩ লক্ষ টাকা। গোয়েন্দাদের দাবি, এর ফলে আব্দুল হাই যে পাসপোর্ট কেলেঙ্কারিতে যুক্ত তা নিয়ে আর কোনও সংশয় রইল না। ওদিকে ধৃতকে জেরা করে আর কোন কোন আধিকারিক এই দুর্নীতিতে যুক্ত তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
পাসপোর্ট জালিয়াতির তদন্তে শুক্রবার উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে আবদুল হাই নামে এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃত ২০২৪ সালেই কলকাতা পুলিশের SI পদ থেকে অবসর নিয়েছেন। তার আগে কলকাতা পুলিশের সিকিওরিটি কন্ট্রোল বিভাগে কর্মরত ছিলেন তিনি। আড়াই বছর কাজ করেছেন পাসপোর্ট ভেরিফিকেশন অফিসার হিসাবে। ধৃত আবদুল হাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে তদন্তকারীরা জানতে পেরেছেন গত কয়েক বছরে পাসপোর্ট জালিয়াতির অন্যতম চক্রী সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে আবদুলের অ্যাকাউন্টে এসেছে ১২.৫ লক্ষেরও বেশি টাকা। পাসপোর্ট পিছু ২৫ হাজার টাকা করে নিতেন তিনি।
গোয়েন্দারা জানাচ্ছেন, গত কয়েক বছরে ১৫০ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে ভারতীয় পাসপোর্ট করিয়ে বিদেশে পাঠিয়েছে সমরেশ। তার মধ্যে ৫০টির বেশি পাসপোর্ট তৈরি হয়েছে আবদুল হাইয়ের হাত ধরে। পাসপোর্টের কারবারের সূত্রেই সমরেশের সঙ্গে পরিচয় হয় আবদুলের। কিছুদিন পর আবদুলকে টাকার টোপ দেন সমরেশ। সেই টোপ গিলেও নেন আবদুল হাই। তার পরই শুরু হয় জালিয়াতির কারবার।
একজন পুলিশ আধিকারিক ঘুষের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করলেও কেন দুর্নীতিদমন শাখার তার ওপর নজর পড়ল না তা নিয়ে প্রশ্ন উঠছে।