'হ্যালো ম্যাডাম…!' জমজমাট কমিকস লেখা শুরু করল কলকাতা পুলিশ
হিন্দুস্তান টাইমস | ০৫ জানুয়ারি ২০২৫
সাইবার অপরাধ রুখতে নানা ভাবে বাসিন্দাদের সচেতন করে কলকাতা পুলিশ। এবার একেবারে কমিকস লেখা শুরু করেছে পুলিশ। কার্যত ছবিতে ছবিতে সাইবার অপরাধীদের হাত থেকে কীভাবে বাঁচবেন তার সুলুক সন্ধান দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, সাইবার স্মার্ট সিটিজেন কমিকস সিরিজ পর্ব -১। কেওয়াইসি আপডেট করার জন্য ওটিপি চাওয়া প্রতারক টেলি কলারদের কীভাবে প্রতিক্রিয়া জানাবেন। সেটাই কার্যত কমিকসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
সেখানে ছবিতে দেখা যাচ্ছে এক প্রতারক টেলি কলারের ছদ্মবেশে বলছে, হ্য়ালো ম্যাডাম আমি এবিসি ব্যাঙ্ক থেকে বলছি। আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না করলে সেটি ব্লক করা হবে। এরপরই সে বলছে আপনার ফোনে একটা এসএমএস গিয়েছে। সেটাতে ক্লিক করলেই কেওয়াইসি আপডেট হয়ে যাবে। এরপরের ছবিতে ওই মহিলা বলছেন, কোনও দরকার নেই। আপনি আমার অ্য়াকাউন্টটি ব্লক করে দিন।
এমন কমিকস দেখে হাসি পাচ্ছে অনেকের। অনেকেই কলকাতা পুলিশের প্রশংসা করেছে। কারণ নানাভাবে পুলিশ চেষ্টা করছে এই প্রতারকদের হাত থেকে যাতে রক্ষা করা যায় সাধারণ মানুষকে। তারপরেও একের পর এক ঘটনা হচ্ছে। একেবারে সর্বস্ব হারিয়ে ফেলছেন বাসিন্দারা। সেকারণে এবার কমিকসের সহায়তা নিল কলকাতা পুলিশ।
তবে এবারই প্রথম নয়, সাইবার অপরাধীদের সম্পর্কে সচেতন করতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। কোনও অজানা নম্বর থেকে ফোন এলে সেখানে সাড়া দেওয়ার আগে থেমে যান।
কলকাতা পুলিশ সম্প্রতি জানিয়েছিল, নতুন এক উদ্যোগের নাম স্টপ, ড্রপ, ইনফর্ম। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছিল, গোটা বিষয়টি। স্টপ, ড্রপ অ্যান্ড ইনফর্ম। টেলি কলার প্রতারণা রুখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
একাধিক বিষয়কে এক্ষেত্রে ফোকাস করা হচ্ছে। সাইবার প্রতারণার ক্ষেত্রে পুলিশ যাতে সহজে চিহ্নিত করতে পারে সেজন্য এই উদ্যোগ। সচেতনতা বৃদ্ধি। প্রবীণদের সুরক্ষার জন্যও এই উদ্যোগ বলা হয়েছে কলকাতা পুলিশের তরফে।
কোনও কল সন্দেহজনক বলে মনে হলে সঙ্গে সঙ্গে তা রেখে দিন।
কলকাতা পুলিশের সাইবার পিএসের নম্বরটিও দেওয়া হয়েছে। সেই নম্বরটি হল- 983613000
প্রনাম হেল্পলাইন নম্বর- 9947795555
সেক্ষেত্রে সাইবার প্রতারকদের খপ্পড়ে পড়েছেন বলে মনে হলেই সাইবার পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।
এদিকে সাইবার ক্রাইম রুখতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনকী ফোনের কলার টিউনেও এখন নানা বার্তা দেওয়া হচ্ছে।
ফোন এলেই শোনা যাচ্ছে, অজানা নম্বর থেকে পুলিশ, সিবিআই বা কাস্টমসের নাম করে কোনও ভিডিয়ো কল এলে সেই ফোনটি ধরবেন না। অযথা আতঙ্কিত না হয়ে টোল ফ্রি নম্বর ১৯৩০ ফোন করুন।