পুরো ডিগবাজি! ঝগড়া অতীত, সুদীপের সঙ্গে পিকনিকে কুণাল
হিন্দুস্তান টাইমস | ০৫ জানুয়ারি ২০২৫
রাজনীতির অভিধানে অসম্ভব বলে কিছু হয় না। গত লোকসভা ভোটের আগে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করে সরাসরি তির ছুঁড়তেন কুণাল ঘোষ । বার বার দলের অস্বস্তি বাড়াচ্ছিলেন কুণাল ঘোষ। তবে এবার যাবতীয় ঝগড়া অতীত। শীতের রবিবারে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে পিকনিকে গেলেন কুণাল ঘোষ। সেই সঙ্গেই এক্স হ্যান্ডেলে সেই ছবিও পোস্ট করেছেন তিনি।
কুণাল লিখেছেন, উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পিকনিক। ডায়মন্ডহারবার রোডের একটা বাগানে। জেলা সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের উদ্যোগে ও আমন্ত্রণে। আড্ডা, গান, ব্যাডমিন্টন, ক্রিকেটসহ নানা আয়োজন লিখেছেন কুণাল। সেই সঙ্গে একাধিক ছবি তিনি পোস্ট করেছেন।
সেই ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলের একাধিক নেতা নেত্রী রয়েছেন সেখানে। আর সুদীপের পাশেই রয়েছেন কুণাল ঘোষ। একেবারে হাসি মুখে।
এদিকে কুণাল ঘোষকেই দেখা গিয়েছিল গত লোকসভা ভোটের আগে এই সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করে একের পর এক তির ছুঁড়তে।
বিগত দিনে এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছিলেন, ‘অ্যাপলো, ভুবনেশ্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেনের তদন্ত হওয়া প্রয়োজন। জেল হেফাজতে থাকাকালীন অ্যাপলোতে ভর্তির সময় বড় অঙ্কের টাকা দিতে হয়। সেই টাকা তিনি দিয়েছিলেন নাকি তার হয়ে কেউ দিয়েছিল তার তদন্ত করা হোক। যদি গরমিল পাওয়া যায় তাহলে তা কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকতে পারে। তাই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবার গ্রেফতার করা উচিত। যদি এজেন্সি সেটা করতে না চায় তাহলে তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হব।’
এমনকী তিনি বলেছিলেন, ‘উত্তর কলকাতায় সুদীপদা একটা বড় সাইজের শাহাজাহান। সব ফুল রেখে চলে। বিজেপির দালাল। সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে রোজভ্যালি কেস থেকে বাঁচিয়ে রেখেছে মোদী সরকার।’
এমনকী সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে বিজেপি বলেও দাগিয়ে দিয়েছিলেন কুণাল। এনিয়ে দলের অন্দরে তীব্র শোরগোল পড়ে গিয়েছিল। কার্যত সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে পরাজিত করতে দলের একাংশ আদা জল খেয়ে ময়দানে নেমেছিলেন বলে খবর। তবে সেসব আজ অতীত। বর্তমানে সুদীপ বন্দ্যোপাধ্য়ায় বিজেপি সাংসদ। এর আগে কুণালকে দেখা গিয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে চা চক্রে। এবার একেবারে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের আমন্ত্রণে পিকনিকে যোগ দিলেন তিনি। এমনটাই দাবি করা হয়েছে।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তবে কি আর বেফাঁস বলে বিপাকে পড়তে রাজি নন কুণাল? সেকারণেই এখন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সন্ধি?