• মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও, খাদে কংগ্রেস…, আফসোস প্রদীপের
    হিন্দুস্তান টাইমস | ০৫ জানুয়ারি ২০২৫
  • মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে। কবে খাদ থেকে উঠে আসবে দল কে জানে! কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য কার্যত এভাবেই মমতাকে বহিষ্কার নিয়ে তাঁর আফশোসের কথা জানিয়েছেন। বলা ভালো একেবারে বিস্ফোরক দাবি করলেন প্রদীপ ভট্টাচার্য।

    দলের একটি মিটিংয়ে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্য়মন্ত্রীকে বহিষ্কার করা হয়েছিল। আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম। তখন আমি শ্রীরামপুরের সাংসদ। আমি সেদিন সেকেন্ড ব্রিজের কাছে। সেই সময় সোমেন মিত্রর ফোন এল। সীতারাম কেশরী বলেছেন ওকে তোমায় বহিষ্কার করতে হবে। আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না। তুমি কিছুতেই করো না।  কিন্তু সোমেনের উপর এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছিল। আর প্রায়শ্চিত্তটা এজন্য আজও করতে হচ্ছে কংগ্রেসকে। আমি জানি না, এই খাদ থেকে কবে কীভাবে উদ্ধার পাব। জানিয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। বলা ভালো এতদিন পরে মমতার বহিষ্কার  নিয়ে তীব্র হা হুতাশ প্রদীপ ভট্টাচার্যের। একলা মমতা কতটা গুরুত্বপূর্ণ ছিল কংগ্রেসের কাছে সেটা কার্যত স্বীকারই করে ফেললেন প্রদীপ ভট্টাচার্য। 

    এরপর এবিপি আনন্দে প্রদীপ ভট্টাচার্য ফোনে তাঁর বক্তব্যেপ স্বপক্ষে জানিয়েছেন, কথা প্রসঙ্গে অনেকেই সোমেন বাবুকে নানাভাবে দোষারোপ করেন। তবে বাস্তব ঘটনা হল বিভিন্ন দিক থেকে যেভাবে চাপ তৈরি করা হয়েছিল। দল ভেঙে গিয়েছিল। এটা ক্ষতি তো হয়েছে। তার থেকে ধীরে ধীরে উত্তোরন করতে হবে। কাজের মাধ্য়মে আমাদের উঠতে হবে।

    প্রদীপ ভট্টাচার্যের এই মন্তব্য প্রসঙ্গে মুখ খুলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, কংগ্রেসের নিধনযজ্ঞে অবতীর্ণ হয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আজকে দাঁড়িয়ে আফশোস হতে পারে। সামনে রাজ্যসভার ভোট রয়েছে। আফশোস হতেই পারে কারোর ব্যক্তিগতভাবে। সেটা তাঁর ব্যাপার। কার্যত প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে পুরোপুরি এতমত হতে পারেননি অধীর চৌধুরী। 

    এদিকে প্রদীপ ভট্টাচার্যের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছেন, একদম সঠিক কথা বলছেন প্রদীপ ভট্টাচার্য। সিপিএমের অপশাসনের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই রাজ্যের কংগ্রেস সেই সময় সিপিএমকে ভর করে চলছিল। মমতা বন্দ্যোপাধ্য়ায় উগ্র সিপিএম বিরোধিতার উপর ছিলেন। সেই সময় ২১শে ডিসেম্বর ১৯৯৭ মমতাকে বহিষ্কার করল কংগ্রেস। এরপর ১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূলের জন্ম নিল। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কংগ্রেসই আসল কংগ্রেস সেটাই দেখা গেল এরপর। প্রদীপ ভট্টাচার্য যা বলেছেন তা সঠিকই বলেছেন। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)