• সংগঠন মজবুত করতে কড়া বার্তা দিলেন সুনীল বনসল, জেলা সভাপতিদের করলেন সতর্ক
    হিন্দুস্তান টাইমস | ০৫ জানুয়ারি ২০২৫
  • বঙ্গ–বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব এমনিতেই রয়েছে। তা বারেবারে প্রকাশ্যেও এসেছে। তার জেরে নির্বাচনে কাঙ্খিত ফল মেলেনি বলে অভিযোগ অনেক বিজেপি নেতারই। এবার সেইসব ভাঙতে কড়া পদক্ষেপ করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। নিজের লোকদের বুথ অথবা মণ্ডল সভাপতি করা যাবে না বলে শনিবার সরাসরি রাজ্যের সব জেলা সভাপতির উদ্দেশে নির্দেশ দিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। ইতিমধ্যেই প্রত্যেক জেলায় সার্কুলার পাঠিয়ে এই মর্মে তাঁদের সতর্ক করা হয়েছে। কিন্তু তাতেও কিছু সমস্যা রয়ে গিয়েছে বলে তথ্য পেয়েছেন তিনি।

    আর একবছর পর বাংলায় ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই এখন থেকেই সংগঠন মজবুত করতে হবে। কারণ সংগঠন যে মজবুত নেই তা প্রত্যেকটি নির্বাচনেই দেখা গিয়েছে। এমনকী উপনির্বাচনেও জেতা সম্ভব হয়নি। এই সাংগঠনিক দুর্বলতার কথা শীর্ষ নেতৃত্বের সামনেই বলেছিলেন দিলীপ ঘোষ। তাই এখন থেকে নিজেদের ঘনিষ্ঠদের জন্য জেলা সভাপতিরা তদ্বির করতে শুরু করলেও তাতে আমল দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন বনসল বলে সূত্রের খবর। অভিযোগ। আর শনিবার সব জেলা সভাপতিকে সল্টলেকের একটি বিলাসবহুল হোটেলে ডেকে পাঠিয়ে সতর্কও করে দিলেন বনসল।

    সুনীল বনসলের সঙ্গে ছি‍লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। আগামী ১৭ জানুয়ারি থেকে বিজেপিতে বুথ সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। সেটা চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। তারপর শুরু হবে মণ্ডল সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। সেখানে ব্যাপক রদবদল হবে এটা স্পষ্ট। তাই এখন থেকে দলীয় সংগঠনে নিজের লোক ঢোকাতে আড়কাঠির কাজ করছে জেলা সভাপতিরা বলে অভিযোগ উঠে এসেছে। নিজেদের ঘনিষ্ঠদেরই বুথ এবং মণ্ডল সভাপতি করে কাজ করতে চান জেলা সভাপতিদের একাংশ। আবার স্থানীয় সাংসদ–বিধায়করাও নিজেদের লোকদের সুকৌশলে বসাতে চান পার্টির সাংগঠনিক পদে। সে কাজ যাতে না হয় তাই আগাম সতর্ক করলেন বনসল বলে সূত্রের খবর।

    বুথ এবং মণ্ডল সভাপতিদের পদে নিজেদের লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ এসেছে বনসলের কানে। তারপরই এই কড়া ফরমান জারি করা হয়েছে। সূত্রের খবর, বাংলার বেশ কিছু বিজেপি সাংসদ জেলা সভাপতিদের ভূমিকা সম্পর্কে অভিযোগ জানিয়েছেন সুনীল বনসলের কাছে। তারপরই এই বৈঠক থেকে জে‍লা সভাপতিদের উদ্দেশে বনসল বলেন, ‘আপনারা নিজেদের লোকদের বুথ অথবা মণ্ডল সভাপতি করার চেষ্টা করবেন না। যোগ্যতাই একমাত্র মাপকাঠি হবে। পুরনো নেতা–কর্মীদের বুথ সভাপতি করুন। মণ্ডল সভাপতি নির্বাচনের সময় যেন নতুন–পুরনো ভারসাম্য বজায় থাকে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)