‘অপ্রিয় সত্য, নেতাজি পৃথক দল গড়ে সফল হননি, মমতা হয়েছেন’, কুণালের দাবিতে চর্চা
হিন্দুস্তান টাইমস | ০৫ জানুয়ারি ২০২৫
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দলনেত্রীর জন্মদিনে এমন এক মন্তব্য করলেন যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য–রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করতে গিয়ে একেবারে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা কর বসলেন তিনি। আগে সারদা এবং নাইটিঙ্গলের সঙ্গে তুলনা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর। এবার নেতাজির সঙ্গে তুলনা হল। তাই তুমুল চর্চা শুরু হয়েছে বঙ্গে। উত্তর কলকাতায় সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে এসে প্রদীপ ভট্টাচার্য অতীতকে টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে কংগ্রেসকে বলে নিজের মত ব্যক্ত করেন।
আর তার রেশ ধরেই কুণাল ঘোষ একের পর এক স্তুতি আউড়ালেন। যা নিয়ে এখন বিতর্ক বেঁধেছে। কুণাল ঘোষ বলেন, ‘প্রদীপদা একটি দলে আছেন। তিনি হয়তো তাঁর কম্পালশন থেকে বলেছেন। কিন্তু তাঁর মনের মধ্যে যেটা আছে সেটা তো বাস্তব। কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের স্পিরিটকে মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। আজও মানুষ কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারেননি।’ এখানেই থেমে না থেকে তারপর সরাসরি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা টানতেই রাজ্য–রাজনীতি টলে গিয়েছে।
কুণাল ঘোষের এই কথায় অবশ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দেননি। বিষয়টি তাঁর কানে পৌঁছতে তিনি ঘনিষ্ঠমহলে এটা কুণালের ব্যক্তিগত মত দলের নয় বলে জানিয়েছেন বলে সূত্রের খবর। তবে কুণাল ঘোষের বক্তব্য, ‘কংগ্রেস রাজনীতির দিকে যদি দেখেন, খুব সত্যি কথা বলতে নেতাজি সুভাষচন্দ্র বসুও আলাদা দল করেও দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি ঐতিহাসিক বিপ্লবী। তবে সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। অপ্রিয় সত্যি যে, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে দলীয় রাজনীতিতে সফল হয়তে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সফল।’
এখানেই স্তুতির শেষ নয়, আরও কিছু কথা বলেছেন কুণাল ঘোষ। তাতে কংগ্রেসের গায়ে লাগার কথাও। কুণালের কথায়, ‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মর্যাদা দিয়েছেন। তিনি নতুন দল প্রতিষ্ঠা করে লড়াই করেছেন। মানুষ স্বীকৃতি দিয়েছে। সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন নেতাজি। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সফল। যিনি দল প্রতিষ্ঠা করে বাম জমানার পতন ঘটিয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। সুতরাং বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ সফল হয়ে থাকেন তাহলে তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।’