প্রশাসন সূত্রের খবর, এপ্রিলের শেষে এক মাস ধরে ভারত থেকে প্রায় ১ লক্ষ ২১ হাজার হজযাত্রী বিমানে মক্কায় যাবেন। এ রাজ্য থেকে যাবেন ৫৪০২ জন। ধর্মীয় আচার, বিমানে যাত্রার সময়ে আচরণ, সৌদি আরবের আইন, পাসপোর্ট-ভিসা থেকে নানা বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে সংশ্লিষ্ট রাজ্যের হজ কমিটি। এত দিন হজযাত্রায় অভিজ্ঞতা সম্পন্ন, মাদ্রাসার শিক্ষক বা ইমামেরা ধর্মীয় বিষয়ে প্রশিক্ষণ দিতেন। রাজ্য হজ কমিটি অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দিত।
গত মাসে ‘হজ কমিটি অব ইন্ডিয়া’ নির্দেশ দেয়, ১৫০ জন যাত্রী পিছু এক জন প্রশিক্ষক নেওয়া হবে। পাঁচ বছরের মধ্যে হজযাত্রার অভিজ্ঞতা, বয়স ২৫-৬০ বছরের মধ্যে, স্নাতক অগ্রগণ্য, অন্তত দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ, তথ্যপ্রযুক্তি সর্ম্পকে জ্ঞান— ইত্যাদি যোগ্যতা থাকা আবেদনকারীর বাঞ্ছনীয়। নির্বাচিতদের দিল্লি বা মুম্বইয়ে দু’দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। যোগ্যতা হিসেবে কিন্তু আবেদনে তেমন সাড়া না আসায় যোগ্যতার নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। রাজ্য হজ কমিটির এগজ়িকিউটিভ অফিসার মহম্মদ নকি বলেন, ‘‘রাজ্যে এত দিন ৮-১০ জন প্রশিক্ষণ দিতেন। ডিসেম্বরে তাঁরা প্রথমবার ও ফেব্রুয়ারিতে আরও এক দফা প্রশিক্ষণ দেয়। আবেদন এ বার কম এলেও পরীক্ষার প্রস্তুতি সেরে রাখছি।’’