ডায়মন্ড হারবারের একটি ক্যাম্পে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার পর চিকিৎকেরা বেশ কিছু পরীক্ষা করেন। বাচ্চাটির মেডিক্যাল রিপোর্ট দেখা হয়। ডাক্তাররা রোগ নির্ণয়ের জন্য আলতাফকে এসডিও গ্রাউন্ড, ডায়মন্ড হারবারের মডেল ক্যাম্পে স্থানান্তর করেন। সেখানেই জানা যায়, আলতাফের হার্টে একটি ছিদ্র রয়েছে। সেই কারণেই সমস্যায় ভুগছে সে।
ক্যাম্প থেকেই বিষয়টি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়। সঙ্গে সঙ্গে তিনি বজবজের ওই হাসপাতালে আলতাফকে পাঠানো ব্যাপারে নির্দেশ দেন। দ্রুত শিশুটির অস্ত্রোপচারের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শিশুটির বাবা বলেন, ‘আমার বাচ্চার এই অসুবিধার জন্য আমি ঠিক করে কাজে যেতেও পারি না। অনেক দুশ্চিন্তায় ছিলাম। ছেলের অস্ত্রোপচারের ব্যবস্থা করে দেওয়া হলো। চিকিসৎকদের ব্যবহারে আমি আপ্লুত। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, রবিবার ডায়মন্ড হারবারের একটি স্বাস্থ্য শিবিরে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন হোসেন মল্লিক (৭০) নামে এক বৃদ্ধ। তাঁকেও দ্রুত ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ডায়মন্ড হারবার বিধানসভার মোট ৪১টি ক্যাম্পে রবিবার ১৫,৭৮৫ জন হাজির হয়েছিলেন। এর মধ্যে ৮,৪৬৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ৮,১০৮ জনকে ওষুধ বিতরণ করা হয়েছে।