'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', ২৬ বছর পর ভুল স্বীকার প্রদীপের
আজ তক | ০৬ জানুয়ারি ২০২৫
'মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করতে সোমেন মিত্রকে বারণ করেছিলাম, কংগ্রেস আজও সেই ভুলের প্রায়শ্চিত্ত করছে।' সোমেন মিত্রের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যর। তাঁর আরও দাবি, মমতাকে বহিষ্কারের জন্য দিল্লি থেকে প্রদেশ কংগ্রেসের ওপরে চাপ তৈরি হয়েছিল সেই সময়। প্রদীপের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
ঠিক কী বলেছেন প্রদীপ?
শনিবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারে কংগ্রেসের দলীয় দফতরের কাছেই সোমেন মিত্রর মূর্তির উন্মোচন হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রদীপ ভট্টাচার্য বলেন, 'যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয়, সেদিন আমি শ্রীরামপুর থেকে ফিরছিলাম। শ্রীরামপুরের সাংসদ ছিলাম। আমি সেকেন্ড ব্রিজের কাছে যখন সোমেন মিত্রর ফোন এসেছিল, ওঁকে সীতারাম কেশরী বলেছিলেন মমতাকে বহিষ্কার করতে। সীতারাম বলেছিলেন, ইউ হ্যাভ টু ডু ইট৷ ওকে তোমাকে এক্সপেল করতে হবে, কারণ আমরা ওকে করেছি৷ আমি সোমেনকে বলেছিলাম তুমি মমতাকে বহিষ্কার কোরো না। কিছুতেই কোরো না। আমি বারণ করেছিলাম। কিন্তু সোমেনের ওপরে এমন চাপ তৈরি হয়েছিল যে মমতাকে বহিষ্কার করতে তিনি বাধ্য হন। আজ প্রায়শ্চিত্ত করছি সেই জন্য, কংগ্রেস দলকে আজও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। জানি না এই খাদ থেকে কখন-কীভাবে উঠে আসব।'
রবিবার পিটিআই-কে প্রদীপবাবু বলেন, 'মমতাকে বহিষ্কার কংগ্রেসকে দুর্বল করেছে এবং আমরা এখনও এটি থেকে বেরিয়ে আসতে পারিনি৷ কিন্তু শক্তি ফিরে পেতে, আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সনিয়া গান্ধী, রাহুল এবং মল্লিকার্জুন খাড়গের মতো আমাদের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ অনুসরণ করতে হবে।'
কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পরে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে সিপিআই(এম)-এর নেতৃত্বাধীন বামফ্রন্টের ৩৪ বছরের সরকারকে উপড়ে ফেলে ক্ষমতায় এসেছিলেন।
এদিকে. প্রদীপের মন্তব্যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 'প্রদীপ ভট্টাচার্য ঠিক। রাজ্যে কংগ্রেস বামফ্রন্টের জোটবদ্ধ ছিল, যা তার পতনে অবদান রেখেছিল।'