• বেড়াতে গিয়ে দার্জিলিংয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে বিপত্তি। দার্জিলিংয়ে পাহাড় থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক যুবকের। মৃতের নাম আলাহীন শেখ (১৮)। তাঁর বাড়ি হরিহরপাড়ার রমনা-মাঝপাড়া গ্রামে। ঘটনার খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগে এলাকার আরও কয়েকজন যুবকের সঙ্গে শিলিগুড়িতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল আলাহীন। কর্মস্থলে দিন দুয়েকের ছুটি পাওয়াতে শনিবার সকালে একটি গাড়ি ভাড়া করে আলাহীন ও তাঁর কয়েকজন বন্ধু দার্জিলিং এবং সংলগ্ন পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানেই ঘটে এই বিপত্তি। দেহটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। মৃতের কয়েকজন আত্মীয় ইতিমধ্যেই সেখানে রওনা দিয়েছেন।

    মৃতের এক আত্মীয় আব্দুল সামাদ বলেন, “শনিবার দুপুর নাগাদ আমরা খবর পাই দার্জিলিংয়ের কোনও একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে গিয়েছে আলাহীন। পাহাড়ি খাদে পড়ে যাওয়ার জন্য গুরুতর জখম হয় সে। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।” 

    হরিহরপাড়ার স্বরূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজাবুল শেখ বলেন, “কীভাবে ওই যুবক পাহাড় থেকে পড়ে গিয়েছে, তা এখনও আমরা বিস্তারিতভাবে জানতে পারিনি। ইতিমধ্যেই হরিহরপাড়া থেকে মৃতের কয়েকজন আত্মীয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন। ময়নাতদন্ত শেষে দেহটিকে মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।”
  • Link to this news (বর্তমান)