পুলিস সূত্রে খবর, ধৃতের নাম বিজয়তা মুখিয়া। দার্জিলিংয়ের র জোরবাংলোর এলাকার বাসিন্দা তিনি। বিজয়তার বিরুদ্ধে শিলিগুড়ির প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন অনিল লামা নামে এক ব্যক্তি। কবে? ২০২৩ সালের ২৫শে ফেব্রুয়ারি। অনিলের দাবি, চাকরি দেওয়ার নাম করে তাঁর ১২লক্ষ ৭০হাজার টাকা নিয়েছিলেন বিজয়েতা। কিন্ত চাকরি পাননি তিনি। এরপর যখন টাকা ফেরত চান, তখন ফেরার হয়ে যান ওই মহিলা।
তদন্তে জানা যায়, কার্গিল যুদ্ধে শহীদ জওয়ান অরুণ কুমার রায়ের স্ত্রী এই বিজয়তা। শিলিগুড়ির মাটিগাড়ায় কনসালটেন্সি ফার্মে চাকরি করতেন তিনি। কিন্তু থানায় অভিযোগ দায়ের হওয়ার পর গা-ঢাকা দেন অভিযুক্ত। ফেরার ছিলেন ২ বছর। গতকাল, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে দার্জিলিং থেকেই বিজয়তাকে গ্রেফতার করেছে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিস। রাতেই তাঁকে ট্রান্সজিট রিমান্ডে ধৃতকে আনা হয় শিলিগুড়িতে।