জানা গিয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রমনা-মাঝপাড়া গ্রামের বাসিন্দা ওই যুবক। নির্মাণকর্মী হিসেবে শিলিগুড়ি কাজ করতেন তিনি। দিন দুয়েকের ছুটি পেয়ে শনিবার সকালে বন্ধুদের সঙ্গে দার্জিলিং বেড়াতে যান যুবক। পাহাড়ে একটি ‘ভিউ পয়েন্ট’-এ দাঁড়িয়ে সেলফি তুলতে পা হড়কে খাদে পড়ে যান তিনি।
মৃতের এক আত্মীয় আব্দুল সামাদ বলেন, ‘আমরা জেনেছি দার্জিলিংয়ের কোনও একটি পাহাড়ে ছবি তোলার সময় সেখান থেকে পা পিছলে পড়ে গিয়েছে। খাদে পড়ে যাওয়ার পর গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় ওকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পচিকিৎসকেরা ওঁকে মৃত বলে ঘোষণা করেছেন।’
মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। হরিহরপাড়া থানার আইসি অরূপ রায় বলেন, ‘পাহাড় থেকে পড়েই মৃত্যু হয়েছে বলে খবর। ময়নাতদন্তের পর মরদেহ ফিরিয়ে আনা হচ্ছে।’