• নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে বেলুড় মঠের সঙ্ঘাধ্যক্ষ
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা নবদ্বীপ: রবিবার দুপুরে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে আসেন  বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্ঘাধ‍্যক্ষ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এদিন দুপুরে তাঁকে গাড়িতে সুসজ্জিত শোভাযাত্রা সহ আশ্রমে নিয়ে আসা হয়। এরপর নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের তরফে তাঁকে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিন তিনি নবদ্বীপ  রামকৃষ্ণ মিশনের পুনর্নির্মিত নাটমন্দিরের  দ্বারোদ্ঘাটন ও ফলক উন্মোচন করেন।

    এই অনুষ্ঠানে ৬০০’র বেশি ভক্ত উপস্থিত ছিলেন। মিশন কর্তৃপক্ষ জানিয়েছে, বেলুড় মঠের সঙ্ঘাধ্যক্ষ নবদ্বীপে চারদিন থাকবেন। তিনি নবদ্বীপের বিভিন্ন মন্দির, মহাপ্রভুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান ও মিশনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। বেলুড় মঠের সঙ্ঘাধ‍্যক্ষকে দেখতে সকাল থেকেই বহু ভক্ত মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজী মহারাজ বলেন, দীর্ঘ ৩৬বছর পর বেলুড় মঠের সঙ্ঘাধ্যক্ষ মহারাজ নবদ্বীপ তথা নদীয়া জেলায় এলেন।

    (নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে  বেলুড় মঠের সঙ্ঘাধ‍্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ। -নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)