• বেলদায় তৃণমূলে যোগ বিজেপির পঞ্চায়েত সদস্যার
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা বেলদা: বেলদা-২ গ্রাম পঞ্চায়েতের এক সদস্যা সহ ৩০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবার বেলদা-২ গ্রাম পঞ্চায়েতের বারবেলিয়া এলাকাতে তৃণমূলের ডাকে আয়োজিত একটি কর্মিসভায়  বিজেপির টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্যা গৌরী দোলই তৃণমূলে যোগ দেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট।

    প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে বেলদা-২ গ্রাম পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে ৪টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। বারবেলিয়া সংসদে দুটি ও দেউলি উত্তর সংসদে দুটি আসন পেয়েছিল বিজেপি। তৃণমূলের দাবি, ওই এলাকার আরও ৩০টি পরিবার এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। বর্তমানে বেলদা-২ গ্রাম পঞ্চায়েতে মাত্র দুটি আসন বিজেপির দখলে থাকল। সূর্যবাবু বলেন, বেলদার সার্বিক উন্নয়নের অংশীদার হতেই বিরোধী দলের পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগদান করেছেন।  বিজেপির নারায়ণগড় মধ্য মণ্ডল সভাপতি সমীরণ বাড়ুই বলেন, শাসকদলের প্রলোভনের ফাঁদে পড়ে এই পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগদান করেছেন।
  • Link to this news (বর্তমান)