• বোলপুরে বুজে যেতে বসেছে পুকুর, সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শান্তিনিকেতন:  সাধারণ মানুষের ব্যবহৃত পুকুরের বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে পুকুরটি কার্যত বুজে যেতে বসেছে। তার সঙ্গে আশেপাশের কংক্রিটের রাবিশ সহ আবর্জনা পুকুরে ফেলা হচ্ছে। ফলে চরম সমস্যায় পড়েছেন পুকুরটির ব্যবহারকারীরা। বোলপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ওই পুকুর সংলগ্ন নতুনপুকুর-নিঁচু বাঁধগোড়া এলাকার বাসিন্দারা দূষিত জল ব্যবহার করায় বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন। তাই তাঁরা চাইছেন বোলপুর পুরসভা দ্রুত উদ্যোগ নিয়ে পুকুরটি সংস্কার করুক। 

    বোলপুর শহরে হাতে গোনা কয়েকটি ওয়ার্ডে পুকুর রয়েছে। শহরের১৬ নম্বর ওয়ার্ডে বোলপুর বাইপাস লাগোয়া এলাকায় সাধারণ মানুষের ব্যবহৃত দীর্ঘদিন পুরানো পুকুর রয়েছে। কয়েক বছর আগে পুরসভার উদ্যোগে পুকুরের পাড় বাঁধানো সহ সৌন্দর্যায়নের জন্য সীমানা ঘিরে দেওয়া হয়। নতুন করে ঘাট তৈরি করা হয়। আগামীতে আরও একটি ঘাট করা হবে মানুষের সুবিধার্থে এমনটাও বলা হয়। জানা গিয়েছে আশেপাশের প্রায় ৪০টি পরিবার এই পুকুরের জল দিয়েই তাদের নিত্যদিনের কাজকর্ম করে থাকেন। বাসনপত্র পরিষ্কার, জামা-কাপড় কাচা এমনকী এই জলেই স্নান পর্যন্ত করেন এলাকাবাসীরা। অনেকেই জানিয়েছেন বহু আগে বাড়ির রান্নার কাজও পুকুরের জলে করা হতো। কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে পুকুরটির সংস্কারের অভাবে কার্যত বুজে যেতে বসেছে। প্রায় পুরো পুকুরের মধ্যেই জমেছে আগাছা। চারিদিকে নোংরা আবর্জনা ফেলা হয়েছে। নতুনভাবে একটি ঘাট করার কথা থাকলেও তা হয়নি। সেই জায়গায় ইট বালি সিমেন্টের টুকরো ফেলা হয়েছে। ফল স্বরূপ ধীরে ধীরে সাধারণ মানুষের ব্যবহারের অযোগ্য হতে বসেছে। ফলে এলাকার বাসিন্দারা চরম সমস্যার পড়েছেন। কারণ এই পুকুরটি কেন্দ্র করে বসতি রয়েছে। তাদের অধিকাংশই এই পুকুরটির উপর নির্ভরশীল। তাই স্থানীয়রা চাইছেন দ্রুত পরিষ্কার করে পুকুরটি আগের মতো ব্যবহারের উপযোগী করে তোলা হোক। 

    পুকুরের জল ব্যবহারকারী কল্পনা হাজরা, মণি হাজরা, সুজাতা হাজরা, কৃষ্ণা হাজরা বলেন, আগে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করতেন একজন। তখন নিয়মিত পরিষ্কার করা হতো। এখন তা আর হচ্ছে না। 

    বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ বলেন, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় কাউন্সিলরকেও এই ব্যাপারে উদ্যোগ নিতে বলা হবে।
  • Link to this news (বর্তমান)